সংস্কারে জরিপ করবে জাতীয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৪-২০২৫ ০৭:৩৫:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৪-২০২৫ ১১:৫৯:৫৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমে দেশের শ্রেণি-পেশার অংশগ্রহণ নিশ্চিতে জরিপ চালানো হবে। ওয়েবসাইটের মাধ্যমেও আগ্রহীরা মতামত জানতে পারবেন।
সোমবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে এবি পার্টির সঙ্গে হওয়া সংলাপের সময় তিনি এ কথা বলেন। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির ১৩ জন সদস্য অংশগ্রহণ করেন।
জাতীয় ঐকমত্য জাতীয়ভাবে হতে হবে বলে মন্তব্য করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর বাইরেও যারা আছেন তাদের মতামত আমরা নিতে চাই। সেই পথ আমরা খুব শীঘ্রই শুরু করবো। আমাদের আন্তরিক প্রচেষ্টা হচ্ছে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা।যাতে করে সংস্কার কার্যক্রমের মধ্যে মনোনিবেশ করতে পারি।
অধ্যাপক রীয়াজ বলেন, সে ক্ষেত্রে যেসব বিষয়ে ঐকমত্য দেখবো, বাইরেও কিছু কিছু বিষয়ে ভিন্ন মত আছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। তা নিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আলোচনা করতে পারবো বলে আশা করছি। কমিশনের লক্ষ্য হলো, জুলাই মাসের মধ্যে যে নির্ধারিত সময় আছে তার মধ্যে দায়িত্ব পালন করতে পারি।
এমসিকিউ আকারে প্রশ্ন উঠার বিষয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের কাছে এমসিকিউ মনে হয়নি কারণ এখানে সব ধরণের মতামত দেয়ার সুযোগ ছিল। তাই এটাকে খাটো করে দেখার সুযোগ নাই। ঐকমত্য কমিশনের প্রস্তাবনা আমাদের পছন্দ হয়েছে। যেসব বিষয়ে দ্বিমত এবং আংশিকভাবে ঐকমত এসব বিষয়ে আজকে আলোচনা হতে পারে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স