ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ-সমাবেশ
আপলোড সময় :
০৭-০৪-২০২৫ ০৬:৪৯:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৪-২০২৫ ০৬:৪৯:৫৯ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলা ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে কুয়াকাটায় সোমবার (৭ এপ্রিল) সকালে শত শত মানুষ বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন। এছাড়া কলাপাড়া উপজেলায় একইদিন বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা বিক্ষোভ সমাবেশ করে। একইভাবে তৌহিদী জনতার ব্যানারে কলাপাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিকেল পাঁচটায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বেলা ১১ টায় মানববন্ধন সমাবেশ করেছেন।
এ সময় বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করেন। শত শত মানুষ ইসরাইলবিরোধী স্লোগান দেন। সমাবেশে বক্তারা ইসরাইলি বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান। পাশাপাশি তারা মুসলিম বিশ্বকে ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান। সমাবেশ শেষে গাজার নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স