ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা, ইলিশ ধরা যাবে না সাতদিন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৫:৫০:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৬:৩৩:৫২ অপরাহ্ন
​জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা, ইলিশ ধরা যাবে না সাতদিন ​ফাইল ছবি
ইলিশের বাড়তি উৎপাদনের লক্ষ্যে এপ্রিলের ৮ থেকে ১৪ তারিখ জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেছে সরকার। এসময়ে সবধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ঘোষিত জাটকা সপ্তাহে দেশের ২০ জেলায় জাটকা ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী।

এছাড়া পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট, সিরাজগঞ্জেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হবে মঙ্গলবার (৮ এপ্রিল) বরিশালে। এছাড়া আইন সংশোধন করে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সবধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

এই সময়ে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণের কর্মসূচিও রয়েছে সরকারের।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

​পহেলা বৈশাখে পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়: উপদেষ্টা


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ