ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​ক্যারিয়ারের মোড় ঘুরছে জাহ্নবীর!

আপলোড সময় : ০৫-১০-২০২৪ ০৭:৩১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১২:০১:৪৩ অপরাহ্ন
​ক্যারিয়ারের মোড় ঘুরছে জাহ্নবীর!
বাংলা স্কুপ, ৫ অক্টোবর:
বলিউডের নামকরা অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে তিনি। কিন্তু অভিনয়ে মায়ের নাম রাখতে পারেননি জাহ্নবী কাপুর। ছয় বছরের ক্যারিয়ারে তুমুল ব্যবসাসফল ছবি উপহার দিতে পারেননি একটিও। তাঁর সমসাময়িক অনেক অভিনেত্রী বলিউডে অবস্থান মজবুত করলেও পারেননি জাহ্নবী। এসব নিয়ে জোর আলোচনা ছিল বলিউড পাড়ায়। ছিল আফসোস। তবে এবার অবস্থা বদলানোর আভাস মিলেছে। জাহ্নবীর সর্বশেষ মুক্তি পাওয়া ‘দেবারা : পার্ট-১’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। 
কোরাতলা শিবা পরিচালিত তেলুগু সিনেমাটি ২৭ সেপ্টেম্বর মুক্তি পায়। প্রথম দিনেই ব্যবসা করে প্রায় ৯০ কোটি রুপি। প্রথম পাঁচ দিনেই আয় ৩৫০ কোটি রুপি পূর্ণ করেছে। সঙ্গে গড়েছে নতুন রেকর্ডও। এটিই জাহ্নবীর অভিনীত প্রথম সিনেমা, যা ২০০ কোটি বা এর বেশি আয় করেছে। এর আগে তার সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল ‘ধড়ক’। সেটি ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা, যা মুক্তির পর প্রায় ৭৫ কোটি রুপি আয় করে। 
পর্দায় প্রথমবার জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের রোম্যান্স দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক।‌ সেই সঙ্গে যোগ হয়েছে সাইফ আলি খানের অসামান্য অভিনয়। ‘দেবারা : পার্ট-১’ সিনেমাটির মাধ্যমে তেলুগু ছবির জগতে অভিষেক হলো সাইফ ও জাহ্নবীর।
জাহ্নবী কেন অবস্থান তৈরি করতে পারছেন না, চলচ্চিত্রবোদ্ধারা এ প্রশ্নের কয়েকটি উত্তর খুঁজে পেয়েছেন। তাদের মতে, সিনেমা বাছাইয়ে দুর্বলতা রয়েছে জাহ্নবীর। বেশিরভাগ রিমেক ছবিতে দেখা গেছে তাকে। সাম্প্রতিক সময়ে হিন্দিতে রিমেক হওয়া বেশিরভাগ সিনেমাই ডাহা ফ্লপ করছে। চিত্রনাট্য বাছাইয়েও যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেননি জাহ্নবী। এছাড়া নিতেশ তিওয়ারি ছাড়া ক্যারিয়ারে খুব বেশি ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে পারেননি জাহ্নবী। তার অভিনীত বেশিরভাগ সিনেমার নির্মাতা ছিলেন নতুন। এটিও ভুগিয়েছে তাকে। আবার ক্যারিয়ারে জনপ্রিয় কোনো গানেরও অংশ হতে পারেননি তিনি।
তবে নিজের সব কমতি পর্যালোচনায় নিয়ে উন্নতির চেষ্টা যে চালিয়ে যাচ্ছেন জাহ্নবী, তার প্রমাণ ‘দেবারা : পার্ট-১’ ছবিটি। এতে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। অনুরাগীরা মনে করছেন, এ ছবির সফলতা জাহ্নবীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।
 
ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ