ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৪-২০২৫ ০৩:০৮:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৪-২০২৫ ০৩:১৮:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দূতাবাস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের মার্কিন দূতাবাস এলাকায় একদল তরুণ মিছিল বের করে।
পরে মিছিল নিয়ে তারা মার্কিন দূতাবাসের সামনের মহাসড়কে অবস্থান নেন। ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরেজমিনে পুলিশ সদস্যদের মিছিলের সামনে থাকতে দেখা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘ফিলিস্তিন গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। এখন দরকার পুরো পৃথিবীর মুসলিমদের এক হওয়া। জিহাদ ঘোষণা করা। সেটারই প্রথম ধাপ পুরো বিশ্বে এই বিক্ষোভ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ মার্কিন দূতাবাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমেরিকান অ্যাম্বাসি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোনোরকম শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স