হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপি নেতা বরকতউল্লা বুলু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৪-২০২৫ ১২:৫৩:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৪-২০২৫ ১২:৫৩:১৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাতে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। তাকে কুমিল্লা নগরীর ঝাউতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, রোববার রাত ৮টার দিকে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন বরকতউল্লা বুলু। কুমিল্লার লাকসাম আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে কুমিল্লা নগরীর একটি হসপিটালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
কুমিল্লা মহানগরী বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হাসপাতালে তার পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। শারীরিক অবস্থা উন্নতির দিকে। বর্তমানে সিসিইউতে আছেন। ঢাকায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স