ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউব-ফেসবুক ছাড়া আরও যেসব সাইটে ভিডিও আপ করে ইনকাম করা যায়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ১২:৪৮:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ১২:৪৮:১২ অপরাহ্ন
ইউটিউব-ফেসবুক ছাড়া আরও যেসব সাইটে ভিডিও আপ করে ইনকাম করা যায় ছবি : প্রতীকী
youtube মতো আরো অনেক সাইট আছে যেখানে ভিডিও শেয়ার করা যায়। YouTube একটি প্রমিনেন্ট ভিডিও সংগ্রহণ এবং সাম্প্রতিকীকরণ সাইট হলেও, অন্যান্য ভিডিও শেয়ারিং সাইটগুলির মধ্যে কিছু প্রমিনেন্ট সাইট আছে যেখানে আপনি ভিডিও শেয়ার করতে পারেন। এই সাইটগুলির মধ্যে ব্যপক প্রচলিত সাইটগুলি নিম্নলিখিতঃ

Vimeo: Vimeo একটি প্রফেশনাল ভিডিও সংগ্রহণ সাইট যেখানে আপনি উচ্চ মানের ভিডিও শেয়ার করতে পারেন। এটি ক্রেটিভ পেসারগুলির মধ্যে খুব জনপ্রিয় এবং ব্যবহার হয়।

Dailymotion: Dailymotion একটি প্রমিনেন্ট ভিডিও সংগ্রহণ সাইট এবং আপনি এখানে ভিডিও শেয়ার করতে পারেন।

Facebook: আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে ভিডিও শেয়ার করতে পারেন, যা আপনার সাম্প্রতিকীকরণ এবং সাম্প্রতিকীকরণে সাহায্য করতে পারে।

Instagram: Instagram একটি পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে আপনি অত্যন্ত সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করতে পারেন।

TikTok: TikTok একটি মোবাইল ভিডিও শেয়ারিং সাইট হয়ে গেছে যেখানে কোর্টিন ভিডিও সারাদেশে খুব জনপ্রিয়।

আমি মনে করি ইউটিউব টা আমাদের সকলের জন্য উপযোগী। এরপরেও সকলের চাহিদা এবং পছন্দ আলাদা । তাই আমি আপনাকে কিছু সাইট এবং অ্যাপসের কথা বলতে পারি যেগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন । তবে খুব ভালো কনটেন ছাড়া মার্কেটে স্ট্রাগল করা খুবই কষ্টকর হয়ে যায় । আপনার জন্য শুভকামনা রইল।

DailyMotion
TikTok
Vimeo
Metacafe
IGTV
DTube
Veoh
Internet Archive
9Gag TV
The Open Video Project
Facebook’s Search Option
PeerTube

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ