ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে জামায়াত

আপলোড সময় : ০৫-১০-২০২৪ ০৫:৫৫:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০৫:৫৫:৪৬ অপরাহ্ন
​৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে জামায়াত ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ৫ অক্টোবর:
ভোটের আগে সংস্কার চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে দলটি।
শনিবার (৫ অক্টোবর) অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বিকেল ৩টা ২৫ মিনিটে ডা. শফিকুরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। সেখানে প্রায় ঘণ্টাখানেক সংলাপ করে তারা। পরে সাংবাদিকদের ব্রিফ করা হয়।
জামায়াত আমির বলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদেরকে নানা রকম সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে আগামী ৯ তারিখ রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে।
তিনি বলেন, এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চায়, সেটা কতদিনের সেটা আমরা জানাবো।
জামায়াত সরকারকে দুইটি রোড ম্যাপ দিয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। আগে সংস্কার, পরে নির্বাচন। এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামায়াত।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ