ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৫৪

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০১:৫৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০১:৫৯:১৪ অপরাহ্ন
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৫৪ ফাইল ছবি
মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ৪ হাজার ৮৫০ জন। এখনও ২২০ জন নিখোঁজ রয়েছে বলে আজ শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। খবর রয়টার্সের।

গত শুক্রবার, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প মিয়ানমারের সাগাইং শহরসহ আশপাশের গ্রামীণ এলাকা ধ্বংস করে দেয়। ভূমিকম্পের পর সাগাইং শহরের অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। শহরের ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় প্রতিটি বাড়ি ও অবকাঠামো ভেঙে পড়েছে। ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসাবশেষের মধ্যে চাপা পড়ে রয়েছে বহু মানুষের লাশ। শহরজুড়ে মৃত্যুর গন্ধ ছড়িয়ে পড়েছে এবং সবকিছু ধ্বংসের পর দৃশ্যমান কেবল ধ্বংসস্তূপ।

মিয়ানমারে এই ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার কাজ চলছে, তবে পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটপূর্ণ। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানুষের মরদেহ বের করার চেষ্টা করছেন, তবে ভবনগুলোর ধ্বংসাবশেষের কারণে কাজটি বেশ কঠিন হয়ে পড়েছে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় শুক্রবার জানিয়েছে, জান্তা সরকার ভূমিকম্প-কবলিত এলাকায় সাহায্য সরবরাহ সীমিত করছে, যেখানে সম্প্রদায়গুলো সেনা শাসনকে সমর্থন করেনি।

২০২১ সালে নোবেল বিজয়ী অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করার পর থেকে, সামরিক বাহিনী মিয়ানমার পরিচালনা করতে লড়াই করছে।জাতিসংঘ বলছে, অভ্যুত্থানের পর সৃষ্ট গৃহযুদ্ধ ৩০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। ব্যাপক খাদ্য নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে এবং জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। এ অবস্থায় ২৮ মার্চের ভূমিকম্পের ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ