পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান
আপলোড সময় :
০৫-১০-২০২৪ ০৫:৪৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৪ ০৫:৪৩:৪০ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ৫ অক্টোবর:
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়লা আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদলের নেতা-কর্মীরা। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় যুবদলের অর্ধশত নেতা-কর্মী কয়েকটি ভাগে ভাগ হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম, আঙ্গিনা ও কড়িডোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রাখে। এছাড়াও পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতাকর্মীরা রোগীর স্বজনসহ সাধারণ মানুষকে বিভিন্ন সচেতনতামূলক উপদেশ দেন।
জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের উদ্দেশ্য করে বলেছেন, আপনারা সমাজের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন। এই প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনা দিয়েছেন যাতে আমরা সামাজিক কাজ অটুট রাখি, অক্ষুন্ন রাখি। তারই ধারাবাহিকতায় আমরা এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি।
তিনি বলেন, আমরা করোনাকালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছি। পটুয়াখালী পৌরসভা এলাকায় বিনামূল্যে খাদ্য সরবরাহ করেছি। তার পাশাপাশি আমরা আজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে এসেছি। আমরা দেখতে পেয়েছি যে, এই হাসপাতালের অব্যাবস্থাপনায় এখানে দুর্গন্ধে রোগী, রোগীর স্বজন এবং দর্শনার্থীরা টিকতে পারেন না। অপরিষ্কার-অপরিচ্ছন্নতায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এই হাসপাতালকে সুন্দর করার জন্য পরিচ্ছন্ন করার জন্য নেতাকর্মীদের নিয়ে এখানে এসেছি। যাতে আগামীতে শুধু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালই নয়, যে কোন সামাজিক প্রতিষ্ঠানে যেখানেই অব্যবস্থাপনা দেখবো সেখানেই দুর্বার গতিতে আমাদের এই কাজ পরিচালনা করবো।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. দোলোয়ার হোসেন, জেলা যুবদল নেতা মো. রফিক সিকদার, মো. আকবর হোসেন, মো. তারেক সিদ্দিকী, মো. শহিদুল ইসলাম, থানা যুবদলের মো. ফোরকান সিকদারসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
হাসপাতালের রোগী ও স্বজনরা জানান, পরিচ্ছন্নতা একটি মহৎ উদ্যোগ। এভাবে সমাজের সবাই যদি এগিয়ে আসে তাহলে রোগীদের ভোগান্তি অনেক কমে যাবে।
প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স