ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ চীনের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১১:১২:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ চীনের ফাইল ছবি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। দেশটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে সকল মার্কিন পণ্যের ওপর বাড়তি ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে বিরল কিছু পণ্য রপ্তানিতেও বিধিনিষেধ দিয়েছে দেশটি। যা ক্রমবর্ধমান বাণিজ্যিক যুদ্ধকে আরও গভীর করবে।
 
গত মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন চীনা পণ্যে যুক্তরাষ্ট্র আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে। আগে থেকেই দেশটির পণ্যে আরও ২০ শতাংশ শুল্ক থাকায় মোট শুল্কের পরিমাণ ৫৪ শতাংশে পৌঁছায়।
 
শুক্রবার (৪ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় ১০ এপ্রিল নতুন শুল্ক কার্যকরের ঘোষণা দেয়। এর আগে ট্রাম্পের শুল্ক বাড়ানোর জেরে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল বেইজিং। এর ওপর নতুন করে আরও ৩৪ শতাংশ শুল্ক বসল।
 
এদিকে চীনের এ ঘোষণার পর নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, “চীন ভুল খেলেছে। তারা আতঙ্কিত। তবে একটি বিষয় হলো তাদের এটি করার সামর্থ্য নেই।”
 
অপর একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তিনি উচ্চ শুল্ক আরোপের পর মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে আলোচনার ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। তার দাবি, দেশটি জানিয়েছে, প্রয়োজনে মার্কিন পণ্যে শুল্ক শূন্য শতাংশে নিয়ে আসা হবে। এর আগে শুল্ক কার্যকরের আগে ট্রাম্প প্রশাসনের কাছে তিন মাসের সময় চেয়েছিল ভিয়েতনাম। একইসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর প্রস্তাবও দিয়েছিল দেশটি। সূত্র: আলজাজিরা
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ