ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​ তোমাদের গল্পে কাঁদচ্ছে দর্শক!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৪-২০২৫ ০৭:৩৮:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৪-২০২৫ ০৭:৩৮:০৮ অপরাহ্ন
​ তোমাদের গল্পে কাঁদচ্ছে দর্শক! ফাইল ছবি
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া নাটকের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে এখন শীর্ষে আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’। এতে যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার গল্প বলা হয়েছে। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশিরভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে। হৃদয়ছোঁয়া কিছু মুহূর্ত দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারছে না। যার প্রতিচ্ছবি মিলছে দর্শক মন্তব্যের ঘরে।

ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন (৩১ মার্চ) বিকেল ৪টায় এসেছে ‘তোমাদের গল্প’। চার দিনে এটি দেখা হয়েছে ৫০ লাখ বারের বেশি। এতে মন্তব্য পড়েছে ২০ হাজারের বেশি।

‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শক। রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা।
 
নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরী আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন।

পশ্চিমবঙ্গ থেকে একজন ভারতীয় দর্শক লিখেছেন, ‘এত সুন্দর একটি গল্প। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর। এমন নাটক আমরা আরও দেখতে চাই।’

মাসুদ আলম নামের একজন কলকাতার মালদা জেলা থেকে লিখেছেন, ‘এরকম পারিবারিক ঈদ নাটক একটাও দেখিনি। অসম্ভব সুন্দর হয়েছে। শেষ দৃশ্যে চোখে জল চলে এসেছে।’

মো. আলমগীর ইসলাম নামে বাংলাদেশের একজন লিখেছেন, “হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকের পর এটাই আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নাটক। অনেক কান্না করেছি। জীবনের সঙ্গে অনেক মিল আছে। মন ছুঁয়ে গেলো।”
 
রাশেদুল ইসলাম মেঘ নামের একজন লিখেছেন, ‘আমার দেখা জীবনের সেরা নাটক। গল্পটা জীবন থেকে নেওয়া। যারা গ্রামে যৌথ পরিবারে থাকে তারা বুঝতে পারবে ভালোভাবে এর মূল্য কী। দীর্ঘ সাত বছর পর আজ অনেক কান্না করলাম নাটকটি দেখে।’

সাকিব আল হাসান নামের একজন লিখেছেন, ‘নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। নাটকটি দেখে যত কাঁদছি সর্বশেষ দুই-তিন বছরে মনে হয় না আমার চোখে এত পানি এসেছে। ১ সেকেন্ডও না টেনে নাটকটি দেখলাম। আমার জীবনের কাহিনি আংশিক রাতুলের মতো। মন থেকে ধন্যবাদ জানাই যারা এত সুন্দর করে বাস্তব জীবনমুখী একটি নাটক আমাদের উপহার দিয়েছেন।’

রাশিয়ার মস্কো থেকে ‘তোমাদের গল্প’ দেখে নাজমুল শুভ লিখেছেন, ‘পরিবার-আত্মীয় সবাইকে ছেড়ে একাকী এবারের ঈদ কেটেছে। ঈদের দিন নিজেকে খুব একা লেগেছে। চাইলেও সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে না পারার যে কষ্ট সেটা বলে বোঝানো যাবে না। অসাধারণ ছিলো নাটকটি। আসলেই রক্তের সম্পর্ককে কখনোই অস্বীকার করে দূরে থাকা যায় না। সবার পারিবারিক বন্ধন এভাবে অটুট থাকুক আমৃত্যু পর্যন্ত।’
 
প্রবাসী দর্শক সাদিকুর রহমান লিখেছেন, ‘এককথায় অসাধারণ। মনটা জুড়িয়ে গেছে। সত্যি বলতে নাটকটি দেখে অনেক কান্না করেছি। অসংখ্য ধন্যবাদ পরিচালক ও নাটকটির সঙ্গে যুক্ত সকলকে।’

নাহার রিপা নামের একজন লিখেছেন, ‘অসাধারণ একটি নাটক। বহু বছর পর এমন একটি নাটক দেখে নিজের শৈশব-কৈশোরকে মনে পড়ে গেলো।’

মাহফুজা জুঁই নামের এক দর্শকের মন্তব্য, ‘ঈদের মধ্যে এমন পারিবারিক ঘটনা হয়। এমনভাবে আমাদের সবার জীবনের কাহিনি তুলে ধরার জন্য ধন্যবাদ।ঈদের মধ্যে এমন একটি নাটক ঈদের আনন্দ অনেক বাড়িয়ে দেয়।’

নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের। ‘মায়াজাল’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এর কথা লিখেছেন জনি হক। সুমন হোসেনের চিত্রগ্রহণ প্রশংসা কুড়িয়েছে। রঙ বিন্যাস ও সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ