ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​গোটা পৃথিবীতে ডানপন্থিদের উত্থান হচ্ছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৬:৪৮:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ০১:০৮:৪৬ অপরাহ্ন
​গোটা পৃথিবীতে ডানপন্থিদের উত্থান হচ্ছে: মির্জা ফখরুল ​ছবি : সংগৃহীত
গোটা পৃথিবীতে ডান পন্থিদের উত্থান হচ্ছে। তারাই বলছেন গণতন্ত্র এখন বিপদের সম্মুখীন। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধারণ করলে স্বৈরাচার হওয়ার সম্ভাবনা থাকে না। দলগুলো স্বৈরাচার হয়ে উঠলে আওয়ামী লীগের মতোই অবস্থা হবে। দেশে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো সর্বোত্তম-একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।।

বুধবার (০২ এপ্রিল) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  সংস্কার নয় আগে নির্বাচন চায়, বিএনপি এমন কথা কখনোই বলেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। যা জনগণের মধ্যে ভ্রান্ত ধারণার সৃষ্টি করছে। 

বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একান্ত প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। যেমন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা। কিন্তু জনগণের বাইরে গিয়ে সংস্কার করা হলে বিএনপি তা মেনে নেবে না।

নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, নির্বাচনকালে দেশে কোনো সংঘাতের শঙ্কা নেই। সকল রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করবে। দলগুলো তাদের পলিসি নিয়ে জনগণের কাছে যাবেন। এরপর জনগণ তাদের জন্য উপযুক্তটা বেছে নেবেন। এটাই হলো গণতন্ত্র। এজন্যই নির্বাচন প্রয়োজন।

সংস্কারের সঙ্গে নির্বাচনের পার্থক্য নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের ৩১ দফার সঙ্গে বর্তমান সরকারের সংস্কার প্রস্তাবের মিল রয়েছে। তবে সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপি সুস্পষ্ট ভাবে মতামত দিয়েছে।

বিএনপির কেউ কেউ অনাকাঙ্খিত কাজ করছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বহিস্কারসহ কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। বর্তমানে তা অনেক কমে এসেছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ