গাইবান্ধায় বিপ্লবী কমিউনিস্ট লীগের জনসভা
আপলোড সময় :
০৫-১০-২০২৪ ০৩:৩৯:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৪ ০৩:৪০:১৪ অপরাহ্ন
বাংলা স্কুপ, ৫ অক্টোবর:
জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনসভা করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলা শাখা। শনিবার (৫ অক্টোবর) স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সম্পাদক রেবতি বর্মনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, জেলা সদস্য গোলাম মোস্তফা, সুকুমার বর্মন, রফিকুল ইসলাম, সাব্বির রহমান, আব্দুল্যাহ সরকার, সাইফুল ইসলাম প্রমুখ।
কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু বলেন, আগস্ট ২০২৪ ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। তিনি বলেন, বিশেষ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, খেলাফি দুর্নীতি ও অর্থপাচারকারীদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সংস্কারের রুপরেখা ঘোষণা করে সংখানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। তিনি আরো বলেন, কৃষকের ফসলের লাভজনক মূল্য ও উৎপাদন ব্যয় কমাতে হবে। কৃষক ক্ষেতমজুরদের ব্যাংক ঋণ-এনজিও ঋণের সুদ, ব্যাংকের সুদের হারে নিতে হবে। বয়স্ক, বিধবা, প্রসূতি ও প্রতিবন্ধী ভাতা ১০ হাজার টাকা করে প্রদান করতে হবে। গ্রামাঞ্চলে গৃহ ট্যাক্স কমাতে হবে।
এছাড়া সরকারি ব্যবস্থাপনায় শ্রম শক্তি রপ্তানি করা, গাইবান্ধার মেডিকেল কলেজ স্থাপন, বালুয়া হাসপাতাল চালু, ফুলছড়িতে জলাবদ্ধতা নিরসন ও গাইবান্ধা সদর রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।
গাইবান্ধা প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স