জ্বালানি ব্যবহারকারীদের জন্য এপ্রিলে স্বস্তির খবর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৪-২০২৫ ০১:০৬:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৪-২০২৫ ০৮:০৯:২৭ অপরাহ্ন
নিত্য প্রয়োজনীয় কতিপয় জিনিসপত্রে দাম কিছুটা হলেও বাড়ছে। যা সরকারের সমালোচনার খোরাক দিয়েছে সমালোচনাকারী ও রাজনীতিবিদদের। তবে চলতি এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম বাড়ছে না। এটি জ্বালানি ব্যবহারকারীদের জন্য নিশ্চয় স্বস্তির বা সুখবর।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে মঙ্গলবার (০১ এপ্রিল) থেকে। সোমবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন ।
সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসে ডিজেল প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স