ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবিরাম বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

আপলোড সময় : ০৫-১০-২০২৪ ০৩:১১:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০৩:১১:০৪ অপরাহ্ন
অবিরাম বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী রাজধানীর বকশীবাজার এলাকায় জলাবদ্ধতা। সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ৫ অক্টোবর:
সারাদেশেই অব্যাহত আছে বৃষ্টিপাত। শুক্রবার সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ভোর থেকেই ঝরে চলছে অবিরাম বৃষ্টি। এতে তাপমাত্রা কমে নগর জীবনে স্বস্তি মিললেও ভোগান্তি বেড়েছে।  
রাজধানীতে ঘণ্টাখানেকের বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ডুবে গেছে অনেক সড়ক। সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
শনিবার দুই ঘণ্টার ঝুম বৃষ্টিতে নগরীর গোড়ান, সিপাহীবাগ, নন্দীপাড়া, রাজারবাগ, মুগদা, মান্ডা, বায়তুল মোকাররম, আরামবাগ, ফকিরাপুল, বংশাল, পুরান ঢাকা, সেগুনবাগিচা, পান্থপথ, তেঁজকুনিপাড়া, তেজতুরি বাজার, গ্রিনরোডসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়৷ কোথাও কোথাও হাঁটু পানি জমে যায়। এতে ভোগান্তি পড়েন সেসব সড়কে চলাচলকারী মানুষজন।
অফিস যাওয়ার পথে অনেককেই দোকানের ভেতরে, যাত্রী ছাউনিতে আশ্রয় নিতে দেখো গেছে। ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বহু মোটরসাইকেল চালককে। রেইনকোট পরে কেউ কেউ ঝুম বৃষ্টিতেই রওনা দিয়েছেন অফিসের উদ্দেশ্যে।
ভ্যানচালকদের এই বৃষ্টিতে ভিজেই পণ্য পরিবহন করতে দেখা গেছে। গাড়িতে থাকা পণ্য যেন বৃষ্টিতে না ভিজে যায়, সেজন্য পলিথিন মুড়িয়ে বিশেষ ব্যবস্থায় পণ্য নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে অনেক চালককে।  
এদিকে ফুটপাতের দোকানিরা নিজেদের ব্যবসার পসরা মিলিয়ে বসতে পারছেন না। অনেকে ত্রিপল ও ছাতা দিয়ে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তবে বৃষ্টির কারণে ক্রেতা মিলছে না অন্যান্য দিনের মতো।
সব মিলিয়ে ভারী বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ