ঈদে বাড়ি যাওয়া হলো না, সড়কে প্রাণ গেল একই পরিবারের চারজনের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৩-২০২৫ ০২:১৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৫ ০৫:১১:০৯ অপরাহ্ন
হাসপাতালের মর্গের সামনে স্বজনদের অপেক্ষা। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী একই পরিবারের চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ঈদ করতে ময়মনসিংহ শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
রোববার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে গৌরীপুর উপজেলা চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– গৌরীপুরের ভাঙনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুম বেগম (৮৫), তার মেয়ে দিলরুবা (৩৯), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৬)। আহত হয়েছেন দিলরুবার মেয়ে মাহি (১৬) ও তার আত্মীয় শ্যামলী (১৮)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকসাকে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, নিহতদের মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়। আমরা হাসপাতালে খোঁজ খবর রাখছি। পরবর্তীতে আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।
নিহত দিলরুবার মামা কামরুল হাসান আকন্দ জানান, দিলরুবা-মানিক দম্পতি গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে। পড়ালেখা ও কর্মসূত্রে তারা ময়মনসিংহ নগরীর নাটক ঘরের এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ঈদের ছুটিতে তারা ময়মনসিংহের বাসা থেকে অটোরিকশা যোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পরে তাদের অটোরিকশাটি ময়মনসিংহগামী ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় দিলরুবার। একই পরিবারের আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন।
নিহত দিলরুবার ভাই আয়তুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনায় আমাদের পুরো পরিবারটি ধ্বংস হয়ে গেল। ঈদের আনন্দে তারা বাড়ি যাচ্ছিল, আমাদের পরিবারে আর কোনদিন ঈদের আনন্দ আসবে না।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স