জরুরি ভিত্তিতে মিয়ানমার যাচ্ছে সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৩-২০২৫ ০১:৩৮:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৫ ১২:৫৮:২০ অপরাহ্ন
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে রোববার (৩০ মার্চ) মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
শনিবার (২৯ মার্চ) রাতে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। কয়েক মিনিটের মধ্যে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়।
মিয়ানমারের সামরিক সরকার এখন পর্যন্ত কমপক্ষে দেড় হাজার মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ধ্বংসস্তূপ অপসারণ ও মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক / এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স