ঈদের দিন অসহনীয় গরমের আশঙ্কা কম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩০-০৩-২০২৫ ০১:৩১:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৫ ১২:৫৮:০১ অপরাহ্ন
সংগৃহীত কোলাজ
দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ ঈদের দিনও অব্যাহত থাকবে। তবে অসহনীয় গরমের আশংকা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (২৯ মার্চ) ঢাকার তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবার ছিল ৩৮.৩। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালও সেখানে ৪১ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলমান তাপপ্রবাহ আগামী কয়েক দিন অব্যাহত থাকবে। দেশের ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যার মধ্যে ২ জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে।
এবার ২৯টি রোজা হলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর ৩০টি রোজা হলে ঈদ হবে মঙ্গলবার। তবে ঈদের দিন আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনো আভাস নেই।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশ ভারতের উষ্ণ বাতাসের কারণে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ঈদের দিন একেবারে অসহনীয় গরম হবে না।
বাংলা স্কুপ/ডেস্ক / এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স