নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ইমরান খান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৯-০৩-২০২৫ ০৪:০৫:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৩-২০২৫ ০৪:০৫:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বর্তমানে কারাবন্দী রয়েছেন। ইমরান খান মানবাধিকার ও গণতন্ত্র প্রচারে তার প্রচেষ্টার জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) এবং নরওয়ে ভিত্তিক সংগঠন পার্টিয়েট সেন্ট্রাম তার নাম প্রস্তাব করেছে। খবর আনাদোলু এজেন্সির।
শনিবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পার্টিয়েট সেন্ট্রাম জানায়, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, মনোনয়নের অধিকারী এমন একজনের সঙ্গে (পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স) জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।
বিবৃতিতে পিটিআই প্রধান ইমরান খানের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, মানবাধিকারের প্রতি তার অবস্থান ও পাকিস্তানিদের সমস্যা সমাধানে তার নিষ্ঠার প্রশংসা করা হয়েছে।
এর আগে, ২০১৯ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ইমরান খান নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তখন মার্কিন পত্রিকা ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর তার নাম প্রস্তাব করেছিল।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স