ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা সহায়তায় চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর চিন্তা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০২:১৬:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০৩:৪২:৫৪ অপরাহ্ন
বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা সহায়তায় চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর চিন্তা ​ছবি: সংগৃহীত
চীনে বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা প্রক্রিয়া আরও সহজ হচ্ছে। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষদের সহায়তা করতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

চীন ইতিমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারিত করেছে। তবে চড়া বিমানভাড়া এই চীনা শহরে ভ্রমণের পথে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। কর্মকর্তারা জানান, চট্টগ্রাম-কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমে আসবে। ফলে আরও বেশিসংখ্যক বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। চিকিৎসার খরচ সহনীয়। একজন চীনা নাগরিকের সমান ফি-ই দিয়ে থাকেন একজন বাংলাদেশি রোগী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ