ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২৬

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০৪:৪৩:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০৪:৪৩:৫২ অপরাহ্ন
​মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২৬ ​ছবি: সংগৃহীত
মিয়ানমারের জোড়া ভূমিকম্পে ২৬ জন নিহত হয়েছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম খিত তিথের বরাত দিয়ে চীনা দৈনিক সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় দুপুরে মিয়ানমারের মান্দালয়ে রিখটার স্কেলে প্রথম দফায় ভূমিকম্প হয়। এর ১২ মিনিট পরে হয় আফটার শক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জোড়া কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪। 

খিত তিথ জানিয়েছে, মান্দালয়ে একটি মসজিদ ধসে অন্তত ২৬ জন নিহত হয়েছে। তবে সরকারি কোনো সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উদ্ধার তৎপরতা চালাতে সামরিক জান্তা সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য ও নেপিদো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তদন্ত করবেন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ সমন্বয় শুরু করবেন বলে জানিয়েছেন।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

​মিয়ানমারে ভূমিকম্প : সেতুসহ ধসে পড়লো একাধিক ভবন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ