ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​১৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০৪:১৫:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০৪:১৫:৩৯ অপরাহ্ন
​১৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু ​ছবি: সংগৃহীত
ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপার ট্রাফিক মোড় সংলগ্ন ১৩ তলা উঁচু ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় এলাকার বর্ণালি টাওয়ারের ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও বলেন, ‘এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’

 বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ