ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​জুয়েলারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০৩:৫৩:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০৩:৫৩:৪৪ অপরাহ্ন
​জুয়েলারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি ​ছবি: সংগৃহীত
জুয়েলারি প্রতিষ্ঠান ও স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর ইস্কাটনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনটির নেতারা বলেন, দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের ওপর সরাসরি আক্রমনের ঘটনা বাড়ছে। পাশাপাশি ব্যবসায়ীদের হত্যা, হত্যা চেষ্টা, অপহরণ চেষ্টা হচ্ছে। তাছাড়া, বাসা-বাড়িতেও জুয়েলারী ব্যবসায়ী ও তাদের পরিবার নিরাপদ বোধ করছে না।

নেতারা আরও বলেন, ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়ীদের নিরাপত্তায় সরকারের আরও সহযোগিতা করা উচিৎ। একইসাথে দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে নিরাপত্তা বাড়ানোর আহ্বানও জানানো হয়।

 বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ