ইশরাকের রায়ের পর এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৩-২০২৫ ০৭:২৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৩-২০২৫ ০৭:২৯:৪৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এরই ধারাবাহিকতায় এমপি পদ ফেরত চেয়েছেন হিরো আলম।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এমপি পদ ফেরত চেয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই দাবি জানান তিনি।
স্ট্যাটাসে হিরো আলম বলেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা-১৭, বগুড়া-৪, ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’
উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আরাফাতের ২৮ হাজার ৮১৬ ভোটের বিপরীতে তিনি পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স