ঢাকা ০১:৫৭:৫৮ এএম, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে: শ্রম উপদেষ্টা

শ্রমিকদের বেতন না দেওয়ায় শিখরের বিরুদ্ধে মামলা ও হুলিয়া

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০৪:৩৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০৪:৩৬:১৪ অপরাহ্ন
শ্রমিকদের বেতন না দেওয়ায় শিখরের বিরুদ্ধে মামলা ও হুলিয়া ​ফাইল ছবি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেতন না দেওয়ায় ভালুকা উপজেলার রোয়ার ফ্যাশন কারখানার মালিক ও আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালত থেকে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই তথ্য জানান।

তিনি বলেন, রোয়ার ফ্যাশন নামের প্রতিষ্ঠানে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে এক কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা বরাদ্দ করেছে। তবে, এই উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানে প্রয়োগ করা হবে না। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির মালিক সাইফুজ্জামান শিখর পলাতক থাকায় তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

জানা গেছে, রোয়ার ফ্যাশন লিমিটেডের মালিক সাইফুজ্জামান শেখর দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করায় তারা আন্দোলন শুরু করে। পরে শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় এবং আদালত মালিকের বিরুদ্ধে হুলিয়া জারি করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ