ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

আপলোড সময় : ০৫-১০-২০২৪ ১১:২৪:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০১:২৬:৩০ অপরাহ্ন
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন ফাইল ফটো
বাংলা স্কুপ, ৫ অক্টোবর : সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরা বাংলাদেশ মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।   গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার (২ অক্টোবর) বদরুদ্দোজা চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই হাসপাতালের কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব ও শায়লা চৌধুরীর তত্ত্বাবধায়নে সাবেক রাষ্ট্রপতির চিকিৎসা চলছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। জিয়াউর রহমান সরকারে উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ডেস্ক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ