ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০৪:১৭:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০৪:১৭:৫০ অপরাহ্ন
​সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ​ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামে এক যুবকের পা বিছিন্ন হাওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বাহির মাঠ এলাকার বাদশা মিয়ার ছেলে। গত বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নং পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাংলাদেশের পণ্য পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান মোহাম্মদ বাবু। পণ্য দিয়ে এপাড়ে ফিরে আসার সময় লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৯ সীমান্ত পিলারের শূন্যরেখা অতিক্রম করার সময় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। এ সময় যুবকের বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।  নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 


বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ