ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০২:১৬:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০৩:৫৬:৪৭ অপরাহ্ন
দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এবারের ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোন স্থবিরতা আসবে না। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। 

ড. সালেহ উদ্দিন বলেন, সব উপদেষ্টা ও বেশিরভাগ সচিব ঢাকাতেই থাকবেন। তাই যে কোনো প্রয়োজনে অনলাইনে আলোচনা সম্ভব বলে জানান অর্থ উপদেষ্টা।

এসময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা অ্যালার্ট থাকবে। বিভিন্ন টার্মিনালসহ ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশসহ সব বাহিনী সতর্কতার পাশাপাশি সব থানার স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে বলেও জানান স্বরাষ্ট্র সচিব।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ