ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​হিসাবে যত টাকাই থাকুক, ব্যাংক দেউলিয়া হলে মিলবে ২ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৭:৪৮:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৭:৪৮:২৯ অপরাহ্ন
​হিসাবে যত টাকাই থাকুক, ব্যাংক দেউলিয়া হলে মিলবে ২ লাখ টাকা
যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেলে গ্রাহকের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করতে যাচ্ছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকে যত টাকা জমা থাকুক না কেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হলে একজন আমানতকারী তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ টাকা ফেরত পাবেন।

এত দিন পর্যন্ত এই সীমা এক লাখ টাকা ছিল। নতুন অধ্যাদেশ পাস হলে ২০০০ সালের ‘ব্যাংক আমানত বিমা আইন’ বাতিল হয়ে যাবে।

সম্প্রতি নতুন এই পরিবর্তন এনে আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া প্রস্তুত করেছে অর্থ মন্ত্রণালয়। জনসাধারণের মতামতের জন্য সম্প্রতি খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মতামত দিতে হবে [email protected]এই ঠিকানায়। তবে মতামত দেওয়ার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

আমানত বিমা সুরক্ষার অংশ হিসেবে নতুন অধ্যাদেশ পাস হলে, একজন আমানতকারী তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাবেন। পরে অবসায়নের মাধ্যমে মিলবে বাকি অর্থ।

মূলত ব্যক্তি আমানতের আওতায় থাকবে। খসড়ায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা থাকা আমানতের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা তহবিল’ গঠন করবে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে গঠিত হবে আমানত সুরক্ষা কর্তৃপক্ষও।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানান, খসড়াটি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। ঈদের পর আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ