শ্রদ্ধার ফুলে ভরে গেছে স্মৃতিসৌধের বেদি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৩-২০২৫ ০৩:৩০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৩-২০২৫ ০৭:০৫:০৯ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৬ মার্চ) ভোর থেকে ফুল হাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকেন হাজারো মানুষ। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদী। একইসঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করেন। শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে, এদিন ভোর ৫টা ৫০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ৬টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স