ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:৫৬:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০১:৫৬:৪৮ অপরাহ্ন
​বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া স্বর্ণের দাম
বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া হয়ে গেছে স্বর্ণের দাম। দেশের বাজারে আরও এক দফা বেড়েছে স্বর্ণের দাম। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে এক হাজার ১৫৪ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়েলার্স সমিতি বলেছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দেশে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম বুধবার (২৬ মার্চ) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ২৭ হাজার ৭০৯ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ দাম বেড়ে হবে এক লাখ পাঁচ হাজার ৩০৩ টাকা।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ২৬ হাজার ৭৭৬ টাকায় বিক্রি হয় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ চার হাজার ৪৯৮ টাকায় বিক্রি হয়েছে।


বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ