ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘অভ্যুত্থানের আশঙ্কা’র খবর

ইন্ডিয়া টুডের প্রতিবেদনের প্রতিবাদ জানাল আইএসপিআর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০৫:৩৮:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০৫:৩৯:২১ অপরাহ্ন
ইন্ডিয়া টুডের প্রতিবেদনের প্রতিবাদ জানাল আইএসপিআর
ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলছে, ইন্ডিয়া টুডে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত বৈঠক সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যা সেনাবাহিনীর নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী জরুরি বৈঠক করছে’ শিরোনামের নিবন্ধটি সাংবাদিকতার অসদাচরণের একটি উজ্জ্বল উদাহরণ এবং একসময়ের খ্যাতিমান সংবাদমাধ্যমটি বিভ্রান্তিকর তথ্যের সরবরাহকারীতে পরিণত হয়েছে।

বিশ্বাসযোগ্য সূত্র বা কোনো যাচাইযোগ্য প্রমাণের অভাব থাকা এই প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়িয়ে দেওয়ার আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। নিবন্ধে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং "আসন্ন অভ্যুত্থানের" দাবি সম্পূর্ণ প্রতারণামূলক। এটি গভীরভাবে উদ্বেগজনক যে ইন্ডিয়া টুডে যথাযথ পরিশ্রম বা সাংবাদিকতার সততার প্রতি দায়িত্বশীল প্রতিশ্রুতি ছাড়াই চাঞ্চল্যকর বর্ণনা প্রকাশ করে চলেছে।

আইএসপিআর জানায়, ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার এই প্রথমবার নয়। ১১ মার্চ প্রকাশিত আমাদের একটি প্রতিক্রিয়ায় বিভ্রান্তিকর এবং তথ্যগতভাবে ভুল গল্পের অনুরূপ একটি ধরণ উন্মোচিত এবং খণ্ডন করা হয়েছিল। এই ধরনের মিথ্যা বর্ণনা প্রচারিত হওয়া ইন্ডিয়া টুডে-র সম্পাদকীয় অনুশীলনের উদ্বেগজনক প্রতিফলন, যা সত্যের বিনিময়ে তথ্য প্রকাশের পরিবর্তে চাঞ্চল্যকরতা তৈরিতে পরিবর্তিত হয়েছে বলে মনে হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবার প্রতি তার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে এবং গণতন্ত্র ও শান্তির নীতিগুলিকে সমুন্নত রাখবে জানিয়ে ইন্ডিয়া টুডে সহ সমস্ত সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতায় জড়িত হওয়ার এবং এই দুটি মহান জাতির মানুষের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন এবং অবিশ্বাস তৈরি করে এমন ভিত্তিহীন এবং ক্ষতিকারক দাবি প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানায় আইএসপিআর।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ