পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুর
আপলোড সময় :
০৪-১০-২০২৪ ০২:৫৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১০-২০২৪ ০২:৫৭:৩১ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৪ অক্টোবর:
শেরপুরের ঝিনাইগাতিতে রাতভর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীর বাঁধের চারটি স্থান ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। শুক্রবার (৪ অক্টোবর) ভোরের দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে।
বৃষ্টি ও পাহাড়ি ঢলে বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকেই মহারশি নদীতে পানি বাড়ছিলো। গভীর রাত থেকেই বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। অনেক স্থানে দেখা দিয়েছে নদীর ভাঙন।
মহারশি নদীর পানি ঝিনাইগাতী বাজারে ও রাংটিয়া সড়কের ওপর দিয়ে প্লাবিত হচ্ছে এবং ভোগাই নদী ভাঙন অংশের পানি প্রবেশ করেছে গড়কান্দা ও শিমুলতলি নাকুগাঁও সড়কে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত শেরপুর জেলায় প্রায় ২৬০ মিলিমটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোগাই নদীর নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও পয়েন্টের পানি ১৭২ সেন্টিমিটার বিপৎসীমার এবং বাজার পয়েন্টের পানি ৫৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেল্লাখালি নদীর বাতকুচি পয়েন্টের পানি ৫২৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে বর্ষণের কারণে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স