ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​হার্টে রিং পরানো হয়েছে তামিমের, শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০২:০৪:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০২:০৪:২৪ অপরাহ্ন
​হার্টে রিং পরানো হয়েছে তামিমের, শারীরিক অবস্থার উন্নতি ​ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। সোমবার (২৪ মার্চ) খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই তাকে বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে এবং তার হার্টে একটি রিং পরানো হয়।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন। তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহামেডান-শাইনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে।

তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন্নেছা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়।

মোহামেডানের কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন। বিসিবির কর্তারাও তামিমকে দেখতে হাসপাতালে গেছেন। তামিমের অসুস্থতার খবর শুনেই বিসিবির বোর্ড সভা বাতিল হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই নাফিস ইকবালও পৌঁছান। 

তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। ক্রিকেটপ্রেমী ও তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ