ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লি.এর নতুন ব্যবস্থাপনা পরিচালক পদের দায়িত্ব পেলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) নূর আহমদ। ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নোমান এর পদত্যাগের পর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স -১ অধিশাখার যুগ্ম সচিব মাসুদা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের (স্মারক নং- ২৭,০০,০০০০,০৮৮,১১,০০৫.২০২৪.১৩৬) মাধ্যমে এ তথ্য জানায় বিদ্যুৎ বিভাগ।
প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, গত রোববার (২৩ মার্চ) সকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নোমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।
আব্দুল্লাহ নোমান দায়িত্ব ছেড়েও দেওয়ার পর কোম্পানির দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠু ও সূচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) নূর আহমদকে ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ জানুয়ারি আব্দুল্লাহ নোমানকে দুই বছরের জন্য ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় বিদ্যুৎ বিভাগ। কিন্তু তাঁর মেয়াদ শেষ হওয়ার প্রায় ১০ মাস আগে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন