ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধ করতে পোপ ফ্রান্সিসের জরুরি বার্তা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৭:৪৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৭:৪৪:৩০ অপরাহ্ন
​গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধ করতে পোপ ফ্রান্সিসের জরুরি বার্তা ​ছবি: সংগৃহীত
রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিস ইসরায়েলকে গাজা উপত্যকায় চলমান আক্রমণ বন্ধ করার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

পোপ তার নিয়মিত অ্যাঞ্জেলাস প্রার্থনায় লিখেছেন, “গাজা উপত্যকায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ পুনরায় শুরু হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। এর ফলে অনেক মানুষের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে।” 

পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বের হওয়ার সময় তিনি এ মন্তব্য করেন ।
 
পোপ ফ্রান্সিস আরও বলেন, “আমি বিশ্ববাসীর কাছে অনুরোধ করছি, অস্ত্রগুলি অবিলম্বে স্তব্ধ করা হোক। যেন সাহস পাওয়া যায়, সেই সাহস যাতে মানুষের জীবন বাঁচানোর জন্য, এবং শান্তির জন্য পুনরায় সংলাপ শুরু করতে পারে। যাতে গাজার সকল বন্দী মুক্তি পেতে পারে এবং চূড়ান্ত যুদ্ধবিরতি অর্জিত হয়।”

তিনি গাজার বর্তমান মানবিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। “গাজার মানবিক পরিস্থিতি আবারও অত্যন্ত বিপর্যস্ত। এর ফলে তা অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে, যা ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে,” পোপ যোগ করেছেন।

এই আহ্বানটি এমন একটি সময় এসেছে যখন গাজার পরিস্থিতি আরো খারাপ হচ্ছে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে বা আহত হচ্ছে। পোপ ফ্রান্সিসের এই বার্তা, যুদ্ধের ক্ষতির মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আবেদন হিসেবে সামনে এসেছে, যা মানবতার পক্ষে একটি একত্রিত চেষ্টার আহ্বান। সূত্র:আল-জাজিরা

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ