শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৩-২০২৫ ০৭:২৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৩-২০২৫ ০৯:১২:৩৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার আয়োজনে তিনি একথা বলেন।
জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জাতির কৃতি সন্তান অভিহিত করে কাউকে মনোবল না হারানোর আহবান জানান সেনাপ্রধান। তিনি বলেন, শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে।
ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে থাকা শহীদ এবং আহতদের পরিবার অংশ নেন। ইফতার শেষে জুলাই যোদ্ধাদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স