আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৩-২০২৫ ০৪:৪৩:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৩-২০২৫ ০৪:৪৩:৫০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (২২ মার্চ) দুপুরে ‘জুলাই মঞ্চ’-এর ব্যানারে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে শহাবাগ মোড়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, কোনো চক্রান্ত করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রক্ত দেব, তবু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না। প্রয়োজনে ছাত্র জনতা আবার রাস্তায় নামবে, রক্ত দিবে তবুও আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না।
শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, বেলা দেড়টার দিকে কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। তারা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে শুরু করেন। তারা অবস্থান কর্মসূচির পাশ দিয়ে যানবাহন সচল রাখার চেষ্টা করছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স