হাতির আক্রমণে শিশুর মৃত্যু, লাশ নিয়ে সড়কে বিক্ষুব্ধ জনতা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৩-২০২৫ ০২:২৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৩-২০২৫ ০৪:৪৯:০২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিক্ষুব্ধ জনতা ওই শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে আনোয়ারা-বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের একাংশে মূল সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান জাওয়াদ নামে তিন মাস বয়সী শিশুটি ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
মোহাম্মদ ইব্রাহীম ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, গভীর রাতে কোরিয়ান ইপিজেডের ভেতরে পাহাড় থেকে নেমে আসা হাতি তাদের বসতঘরে আক্রমণ করে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা তার সন্তান আরমান জাওয়াদ ঘটনাস্থলে মারা যায়। এছাড়া তার স্ত্রী খজিমা বেগম (৩০) গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নিহত শিশুটির লাশ নিয়ে রাস্তায় নামে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শনিবার ভোর ৬টা থেকে শত, শত মানুষ কোরিয়ান ইপিজেডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আনোয়ারা-বাঁশখালীগামী পিএবি সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের অভিযোগ, কোরিয়ান ইপিজেডের ভেতরে বিভিন্ন অবকাঠামো নির্মাণের সময় পাহাড় কাটার কারণে হাতির আবাসস্থল নষ্ট হয়েছে। এর ফলে হাতি যখন-তখন লোকালয়ে ঢুকে আক্রমণ করছে। হাতির সঙ্গে মানুষের দ্বন্দ্বে ইতোমধ্যে ওই এলাকায় অনেক প্রাণহানি ঘটেছে। এ অবস্থা নিরসনে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে তারা সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, অবরোধের কারণে কোরিয়ান ইপিজেড অবরুদ্ধ হয়ে গেছে। গাড়ি প্রবেশ করতে না পারায় সেখানে কারখানাগুলোতে সকালে অনেক শ্রমিক কাজে যোগ দিতে পারেননি।
এ ছাড়া পিএবি সড়ক অবরোধের কারণে কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্ত মইজ্যারটেক থেকে গাড়ি আটকে আছে। একইভাবে আনোয়ারা ও বাঁশখালী উপজেলা থেকে শহর অভিমুখী শত, শত গাড়িও পিএবি সড়কে আটকে গেছে। এর প্রভাবে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে দক্ষিণ চট্টগ্রামের একাংশের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘আমরা লোকজনকে বোঝানোর চেষ্টা করছি। প্রশাসন তাদের দাবির বিষয়টি দেখছে। কিন্তু তারা রাস্তা থেকে না সরলে তো মানুষের দুর্ভোগ হচ্ছে। সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স