ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজার একমাত্র ক্যানসার হাসপাতালটিও ধ্বংস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:০৬:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:০৮:১৪ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় গাজার একমাত্র ক্যানসার হাসপাতালটিও ধ্বংস ​ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হসপিটাল ফর ক্যানসার পেশেন্টস হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। শুক্রবার (২১ মার্চ) বোমা হামলা চালিয়ে হাসপাতালটি ধ্বংস করা হয়। এটি গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল। খবর মিডল ইস্ট মনিটর

হাসপাতালটি ২০১৭ সালে তুরস্কের ৩৪ মিলিয়ন ডলার অনুদানে পুনর্নির্মাণ করা হয়েছিল। প্রতিবছর এই হাসুপাতালে ১০ হাজার ক্যানাসর রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। ২০২৩ সালের অক্টোবর মাসে হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এবার এটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হলো। যা ক্যানসার আক্রান্ত ফিলিস্তিনিদের চিকিৎসা আরও কঠিন করবে।

এই হামলার ফলে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে ক্যানসার রোগীদের জন্য বড় সংকট তৈরি করতে পারে। তবে এখন পর্যন্ত এ হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

হাসপাতালটি সালা আল-দিন রোডের কাছে নেটজারিম করিডোরে অবস্থিত। ইসরায়েলি বাহিনী এর আগে তাদের সামরিক আক্রমণের সময় হাসপাতালটি কেন্দ্রীয় ও উত্তর গাজায় একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করেছিল।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ গাজার রাফাহ শহরে স্থল হামলা শুরু করেছে। একই সময়ে সৈন্যরা গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া শহর ও কেন্দ্রীয় এলাকাগুলোর দিকে অগ্রসর হচ্ছে।
 
গত মঙ্গলবার (১৮ মার্চ) গাজার যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরুর পর থেকে গাজায় ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল। মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ ইসরায়েলি বিমান ও স্থল হামলা তীব্র হচ্ছে।


বাংলাস্কুপ/ডেস্ক/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ