বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।
শুক্রবার (২১ মার্চ) বিকালে রাজধানীর ইস্কাটনের লেডিসক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি এ কথা বলেন তিনি।
ইফতার মাহফিলে যোগ দেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, দৈনিক পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবীরা। তাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
ইফতারে আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে। এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।
তিনি বলেন, স্থানীয় নির্বাচন আগে করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া। রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে।
এর আগে এ ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত ভোটের আয়োজনই শ্রেয়। গণতন্ত্রে উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যেন এ পথ সুগম হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল