কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার
আপলোড সময় :
০৪-১০-২০২৪ ১২:১৭:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১০-২০২৪ ০৩:১৯:৪২ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৪ অক্টোবর:
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (৪ অক্টোবর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে নগরীর বাড্ডা এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও হত্যার ঘটনায় তাঁর গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে।
এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স