ডিএসইর বাজার মূলধন হারাল ৪০৫৩ কোটি টাকা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৩-২০২৫ ০৪:০৭:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৩-২০২৫ ০৪:০৭:৪৪ অপরাহ্ন
সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে আরও ৪ হাজার ৫৩ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই): সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.৬০ শতাংশ বা ৪ হাজার ৫৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৫১৭ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি টাকা। চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৩.৯১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ১৩.৬৮ পয়েন্ট বা ০.৭২ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৭.২৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ।
সূচকের পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৮৪ কোটি ৩৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৪২৯ কোটি ৬৬ লাখ টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮৫ কোটি ৯৩ লাখ টাকা বা ২১.৯৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ৮৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ৯৩ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৯টি কোম্পানির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই): এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.১১ শতাংশ ও ০.০০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৫৫৯.৪৫ পয়েন্টে ও ৮৮৫০.৫৯ পয়েন্টে।এছাড়া সিএসই-৫০ সূচক ০.২৪ শতাংশ ও সিএসআই সূচক ০.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৯.১৮ পয়েন্টে ও ৯৪১.২২ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক বেড়েছে ০.০৬ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১৯৩০.৯১ পয়েন্টে। চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৩৩ কোটি ৯৯ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৫ কোটি ৯৯ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির কোম্পানির শেয়ার দর।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স