ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বদলে গেছেন লুবাবা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৩:৪১:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৮:১১:১৮ অপরাহ্ন
বদলে গেছেন লুবাবা ​ছবি: সংগৃহীত
শিশুশিল্পী হিসেবে বেশ সমাদর পেয়েছিলেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহজেই পেয়েছেন জনপ্রিয়তা। পাশাপাশি চরমভাবে ট্রলের শিকার হয়েছেন এ খুদে শিল্পী। আইনগত পদক্ষেপের পাশাপাশি মিডিয়া থেকে তাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার পরিবার। তারপর থেকে বদলে গেছেন এই শিল্পী। শোবিজের চাকচিক্য ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছেন তিনি।

অনেকদিন ধরেই ইসলামের পথে নিজেকে পরিচালিত করছেন লুবাবা। ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করছেন। তবে থেমে থাকেননি কাজেও। এখন তিনি নিয়মিত ফুড ও ট্রাভেল ভ্লগিং করছেন, পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছেন।

বলা বাহুল্য, তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাতছেন; ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এ পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসা এ শিশুশিল্পী শোনাল পরকালের কথা।

এ সময় লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহবান জানান। লুবাবাকে বলতে শোনা যায়, আশপাশের মডার্নদের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য-পরকাল, সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়েটা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ