ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে আরও দুই জন।
শুক্রবার (২১ মার্চ) ভোরে চকবাজারের সোয়ারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম সরোয়ার এ তথ্য জানান। তিনি বলেন, ‘শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা চার যুবককে ধাওয়া দেয়। পালানোর চেষ্টা করে একজন সেখান থেকে উধাও হয়ে যায়। বাকি তিন জন বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাটে ওঠে। তখন স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেন।’
এসআই মো. গোলাম সরোয়ার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ২৫ বছর।’
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়াইব হাসান বলেন, ‘ভোরে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করতে গিয়ে ধরা পড়ার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে তিন জন নদীতে ঝাঁপ দেয়। তবে এপারের স্থানীয়দের চিৎকারে ওপারের জনগণ তাদের ধরে ফেলে। গণপিটুনিতে গুরুতর আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।’ তিনির বলেন, ‘এই ঘটনার পর কেরানীগঞ্জ থানা-পুলিশ ছিনতাইকারী দলের আরও এক সদস্যকে আটক করেছে। তাকেও গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন