ঢাকা , শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফিল্মফেয়ারে ‘তুফান’র গানে শুভশ্রী!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০১:৫৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০১:৫৮:৩৩ অপরাহ্ন
ফিল্মফেয়ারে ‘তুফান’র গানে শুভশ্রী! ফাইল ছবি
রায়হান রাফীর নির্মাণে শাকিব খানের 'তুফান' ছবির রেশ রয়েছে এখনও! বিশেষ করে ব্যাপক ভাইরাল হওয়া গান 'দুষ্টু কোকিল' বেজে উঠলে এখনও নেচে ওঠেন অনেকে। সদ্যই টালিউডের ফিল্মফেয়ারের মঞ্চে এমনই মুহূর্ত দেখল কলকাতার তারকারা। এদিন দুষ্টু কোকিল খ্যাত মিমি চক্রবর্তীর হাত ধরে নেচেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শুধু তাই নয়, ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেই 'দুষ্টু কোকিল' গানের তালে আলাদা করে মঞ্চ মাতালেন শুভশ্রী।

শুভশ্রী যখন নাচছিলেন, দর্শক আসনের প্রথম সারিতেই বসে ছিলেন তুফানি নায়িকা মিমি চক্রবর্তী। তিনি শুভশ্রীর নাচ দেখে নিজেও ওখানে বসেই হুকস্টেপ করতে শুরু করেন। তারপরই হাততালি দিয়ে শুভশ্রীকে চিয়ার করতে থাকেন। এদিন মিমির পাশে রাজকুমার রাওকে বসে থাকতে দেখা যায় কালো স্যুটে। তার অন্য পাশে বসেছিলেন দেবলীনা দত্ত এবং সৃজিত মুখার্জি।

প্রসঙ্গত, কিছুদিন আগে শুভশ্রী গাঙ্গুলি নিজেই তার এই দুষ্টু কোকিল গানের রিহার্সালের মুহূর্ত প্রকাশ্যে এনেছিলেন। সেখানে দেখা যায়, মঞ্চে সহ-পারফরমারদের সঙ্গে নাচছেন অভিনেত্রী। আর মঞ্চের নিচে মেয়ে ইয়ালিনিকে নিয়ে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী। সঙ্গে ছিল তাদের ছেলে ইউভানও।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ