ঢাকা , শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​২৩ মার্চের মধ্যে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৫:২৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৫:২৬:২১ অপরাহ্ন
​২৩ মার্চের মধ্যে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের নির্দেশ
ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এই তারিখের মধ্যে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের (গেজেটেড ও নন-গেজেটেড), পাশাপাশি সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড কর্মকর্তাদেরও ২৩ মার্চের মধ্যে বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও একই দিনে তাদের ভাতা পাবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ঈদুল ফিতর আগামী ৩১ মার্চ পালিত হতে পারে। এ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ থাকবে। তবে কিছু শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ