ঢাকা , শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনার আমলে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে: ড. দেবপ্রিয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৪:২৭:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৫:০৬:০৮ অপরাহ্ন
হাসিনার আমলে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে: ড. দেবপ্রিয় ফাইল ছবি
বিগত সরকারের আমলে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নেও অনেক ফাঁকফোকর ছিল বলে জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে বাড়তি সুবিধা দেয়ার পরামর্শ দিয়েছে প্লাটফর্মটি।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের প্রধান লক্ষ্য হলো কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয়। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসা। এজন্য এসব জনগোষ্ঠীকে বাড়তি সুবিধা দিতে হবে বলে মনে করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫ এর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে।

সেমিনারে পৃথক দুই সেশনে নারী-শিশু নির্যাতন ও শিশুশ্রমের বিষয় উঠে আসে। তাদের আইনি সুরক্ষা বাড়াতে জোর দেয়া হয়। এসময় নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় বিগত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিভাজিত ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার চেষ্টা করেছে। চেপে ধরা হয়েছে বেসরকারি সংগঠনগুলোর টুঁটি। কথা বলতে দেয়া হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকেও এসডিজি বাস্তবায়নে এগিয়ে আসতে যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান উঠে আসে সেমিনারে।

বাংলাস্কুপ/ প্রতিবেদক /এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ