ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমে ছ্যাঁকা খেয়ে জনপ্রিয়!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৩:৫৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৩:৫৪:৩০ অপরাহ্ন
প্রেমে ছ্যাঁকা খেয়ে জনপ্রিয়! সংবাদচিত্র: সংগৃহীত
ভিজ্যুয়াল ফিকশানে পুরান ঢাকার গল্পগুলো সবসময়ই দর্শকের মনে দাগ কাটে। প্রাচীন স্থাপত্যশৈলীর লোকেশন, বৈচিত্রময় জীবনযাপন ও পুরান ঢাকাইয়া ভাষার সংলাপ অন্যরকম ভালো লাগার জন্ম দেয়। আসছে ঈদেও তেমনি একটি গল্পে দেখা যাবে তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীকে।

তারা অভিনয়ে করেছেন সূত্রাপুরের বাসিন্দানের নিয়ে একটা গল্পের নাটকে। যে গল্পে উঠে আসবে সেই এলাকার বিভিন্ন সমস্যার চিত্র। বিভিন্ন সমস্যা বললে ভুল হবে, মূলত এলাকার একটি বিশেষ সমস্যা নিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প। নাটকের নাম রাখা হয়েছে ‘প্রেম ভাই’।

সজিব খানের গল্পে সেজান নুরের সংলাপে ঈদের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাজমুল হাসানের সিনেমাটোগ্রাফিতে সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা খুব বেশি আগাম বলতে নারাজ। তবুও আভাস দিলেন এভাবে, সূত্রাপুর এলাকায় গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছে সব সমস্যার সমাধান করা প্রেম ভাই। বিশেষ করে এলাকার তরুণ টগবগে যুবক, প্রেমিক-প্রেমিকাদের একমাত্র আশা-ভরসা এই প্রেম ভাই। এই প্রেম ভাই অনার্স শেষ করে এলাকাতেই থেকে গেছে।

দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সাথে এক বছর প্রেম করেছে। চাকরি বা ব্যবসা করে না বলে শিলার সঙ্গে প্রেম ভেঙে যায়। শিলার চলে যাওয়াটা প্রেমের কাছে মোটেও সহজ ব্যাপার ছিল না।মূলত এই হারানোর ব্যথা কিংবা বিরহের দাগ বুকে নিয়ে নতুন মিশনে নামে প্রেম ভাই। যে মিশনের কারণে রাতারাতি এলাকার সকল তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকার নয়নমণি হয়ে ওঠে সে। কিন্তু ছ্যাঁকা খেয়ে কী এমন কাজ করছিলেন প্রেম ভাই তথা তৌসিফ মাহবুব, সেটা জানতে হলে চোখ রাখতে হবে সিএমভির ঈদ আয়োজনে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ